|
---|
মহঃ মুস্তাকিম মন্ডল : ২৪সেপ্টেম্বর, শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হুগলী শ্রীরামপুর জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধনিয়াখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ধনিয়াখালি বিধানসভা এলাকার কমপক্ষে 28 থেকে 30 টি পেট্রোল পাম্পে অভিনব কায়দায় এক বিক্ষোভ অবস্থান করা হয়। উক্ত দিনে #New India Biggest Pappu Amit Shah #New India ব্যানারে পেট্রোল, ডিজেল, কেরোসিন গ্যাসসমূহ বিভিন্ন পেট্রোপণ্যের ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের নিত্যদিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ধনিয়াখালি বিধানসভার যুব কংগ্রেসের সৈনিকরা অবস্থান বিক্ষোভ করে। এই বিক্ষোভ অবস্থানে পাম্পে আসা মানুষের বিভিন্ন পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে কিরকম সমস্যার সম্মুখীন তারা হচ্ছে তা জানতে চাওয়া হয়। এছাড়া তার সাথে পথচলতি যাত্রীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর জিএসটি নাম করে কেন্দ্রীয় সরকার যেভাবে সাধারণ মানুষকে লুটছে তাও সকলেই জানায়।এমতাবস্থায় মধ্যবিত্ত পরিবারে মানুষেরা তাদের বাড়ির হেঁশেলের নুন আনতে পান্তা ফুরোয় এরকম অবস্থার কথাও জানায় এবং আগামী দিনে যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো হয় সে ব্যাপারে তারা নিজেদের মতামত প্রকাশ করে।