|
---|
*মাথুর অঞ্চল আশাপুর গ্রামে অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাঁড়ার নেতৃত্বে নির্বাচনী শেষ প্রচারে ঝড় তোলে*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার-* ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃনমূলের দলীয় প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে মাথুর অঞ্চলে আশাপুর গ্রামে ১৩৭ নম্বর বুথে নির্বাচনের শেষ প্রচার করলেন কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাঁড়ার নেতৃত্বে। এদিন আশাপূর থেকে রায়চক হয়ে প্রায় ৩ কিলোমিটার হেঁটে এই লোকসভা নির্বাচনের শেষ প্রচারে ঝড় তোলে। নির্বাচন এর শেষ দিনে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচারে জোরকদমে ব্যস্ত। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে এই লোকসভা নির্বাচনে শেষ প্রচারে খামতি রাখতে চান নি তারা। দিনভর প্রচার চালিয়ে গেলেন। মিছিলে উপস্তিত ছিলেন আশাপুর অঞ্চল কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাঁড়া,প্রাক্তন প্রধান সুজোয় কুমার দাস,সদস্যা মঞ্জুরি খাঁড়া,তাপসী খাঁড়া,সুকুমার দাস,অনুপ কান্ডার,সুমন খাঁড়া সহ অন্যান্য সকল নেতৃত্ব ও কর্মী সমর্থক। এদিন দেবব্রত খাঁড়া বলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর নির্দেশ মত প্রতিদিন আমাদের প্রচার চলছে। মানুষ জনের সাড়া বিপুল উৎসাহ পাচ্ছি।বিরোধীদের সাথে লড়াই করতে প্রস্তুত আছেন আমাদের দলীয় কর্মী সমর্থক রা।গতবারের লোকসভা নির্বাচনে র তুলনায় এবার রেকর্ড ভোটে জয়ী হবেন আমাদের আত্মীয় লোকসভার প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায়। এই মিছিলে মহিলাদের উপস্তিত ছিল চোখে পড়ার মতো। এই মিছিল থেকে একটাই আওয়াজ উঠে আসে মোদী হটাও,দেশ বাঁচাও।