অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহেশতলায় মহিলা তৃণমূল কর্মীদের মিছিল!

ডায়মন্ড হারবার:নুরউদ্দিন: ডায়মন্ড হারবার লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থনে মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কর্মীদের উদ্যোগে একটি বিশাল মিছিল করা হয়। মিছিলটি শুরু হয় ৩৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় কস্তুরী ভবন থেকে ময়রা পাড়া পর্যন্ত। মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা অলোকা মাইতি সহ একাধিক নেতৃত্ববৃন্দ। শুধুমাত্র ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীরাই উপস্থিত ছিলেন এই মিছিলে। অলকা মাইতি জানান প্রায় তিন থেকে চার হাজার মহিলারাই মিছিলে অংশগ্রহণ করেন, ব্যাপক সাড়া রয়েছে মহিলাদের। তারা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী পথ মিছিল করেন। এই পথ মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে কয়েক হাজার মহিলা অংশ নেন।