কালিয়াচক গোশাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরষ্কার বিতরণী সভা

নতুন গতি , কালিয়াচক: কালিয়াচকের গোসাইপাড়া মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জোন বিভাগের পুরষ্কার বিতরণী সভা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জনাব উজির সাহেব প্রধান শিক্ষক টার্গেট পয়েন্ট আর স্কুল তিনি অনুষ্ঠান প্রসঙ্গে তুলে ধরেন বিজ্ঞানমনস্কতা ব্যবহারিক জীবন দৈনন্দিন জীবনের লক্ষ্য হওয়া দরকার।আর এই ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে পারে। অনুষ্ঠানের সভাপতি লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহম্মদ আলি মহাশয় কথার প্রসঙ্গে বলেন ছাত্রছাত্রীরাই আগামী বিজ্ঞান চেতনার একমাত্র হাতিয়ার যা দিয়ে রাষ্ট্র সমাজের কুলসতাকে ধ্বংস করে দিতে পারে ।

     

    এছাড়াও উপস্থিত ছিলেন সালাম পত্রিকার সম্পাদক সহ ঔ এলাকার মান্যগণ্য সমাজসচেতক বুজুর্গগণ। প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্বারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম দিয়ে সাফল্য মন্ডিত করলেন আবু হাসান মোমিন (পূর্ণ পুরতো আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শাখা মালদা জেলা )। অনুষ্ঠানটির সঞ্চালক জিয়াউল হক ও মনিরুল ইসলামের ভূমিকা অনস্বীকার্য।