|
---|
হাসান লস্কর বাবলু দক্ষিণ চব্বিশ পরগনা: উস্তি জোন প্রগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো উস্তি তৃণমূল ভবনে। আর এই সংবর্ধনা সভায় কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার,মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, লিলুফা বেগম মগরাহাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি ,মানবেন্দ্র মন্ডল মগরাহাট এক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিবর রহমান মোল্লা জেলা পরিষদ সদস্য তন্দ্রা পুরকাইত জেলা পরিষদের সদস্যা।
এছাড়া উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উস্তি জোনের কর্মকর্তারা। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি জনের পক্ষ থেকে এমন সম্বর্ধনায় সম্বলিত হয়ে বিধায়ক গন বেজায় খুশি।আগামী দিন গুলিতে এই সংগঠনের শ্রী বৃদ্ধিতে নজর রাখবেন।