করোনা বিষয়ক সচেতনা ও দুয়ারে রেশন কার্ড প্রদান

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- দীর্ঘ দুই বছর করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ এর ফলে সমস্যার মধ্যে পড়েছিল সাধারণ জনজীবন। সেই পরিস্থিতি কাটিয়ে বেশ কয়েকমাস আগে থেকে স্বাভাবিক ছন্দ ফিরে ছিল সবকিছু। কিন্তু করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউ অমিক্রণ আতঙ্কের ফলে রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছে। তারই মাঝে সেই সমস্ত বিধি নিষেধের কথা মাথায় রেখে চাঁদার যুব নেতা আলমগীর মোল্লার নেতৃত্বে, চাঁদা বাসির সুবিধারতের কথা মাথায় রেখে করোনা সচেতনা ও দুয়ারে রেশন কার্ড বিলি করার আয়োজন করেন I সঙ্গে ছিলেন সদস্যা আশীদা,সুজা শেখ ও হাতেনুর সহ আরও অনেকে। আলমগীর মোল্লা বলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের আদর্শকে পাথেয়ও করে এবং ব্লক সভাপতি গৌতম অধিকারীর নির্দেশে সরকারি বিধি নিষেধ মেনে চাঁদার সকল মানুষের সুবিধার্থে ২০২১শে দুয়ারে সরকার এ জমা দেওয়া রেশন কার্ড প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি পথ চলতি মানুষ ও বাড়ির সকল সদস্যদের কে করোনা সচেতনা বার্তাও দেওয়া হয়। এমন উদ্যোগেকে গ্রামের সকল স্তরের মানুষেরা সাধুবাদ জানিয়েছেন।