|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: করোণা সচেতনতার বার্তা দিতে সরকারি, বেসরকারি উদ্যোগে কিম্বা পুলিশ প্রশাসনের পাশাপাশি এবার দলগতভাবে পথে নামল খয়রাসোল ব্লকের লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটি। মঙ্গলবার ও শনিবার স্থানীয় লোকপুরে বসে সাপ্তাহিক সবজি হাট, সেই উপলক্ষে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকসমাগম ও ঘটে প্রচুর। পুলিশ প্রশাসনের শত চেষ্টার পর ও একশ্রেণীর মানুষ উদাসীন, মাস্ক বিহিন ভাবে ঘোরাঘুরি করতে অভ্যস্ত,যদিও পুলিশ মাস্ক বিহিন ব্যাক্তিদের ধরপাকড় অভিযান চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
সেই সচেতনতার বার্তা আরো ছড়িয়ে দিতে মঙ্গলবার লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মাইকিং সহযোগে এলাকায় একটি পদযাত্রা বের করা হয় । সেই সাথে পথ চলতি মাস্ক বিহিন ব্যাক্তিদের মাস্ক বিতরণ ও ব্যবহারের জন্য অনুরোধ করেন।মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার,সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারের সাথে সহযোগিতা তথা সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয় কমিটির প্রচার অভিযান থেকে।
এদিন উপস্থিত ছিলেন লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সুনীল কুমার সাহা সহ লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।