|
---|
নতুন গতি প্রতিবেদক: দক্ষিণ চব্বিশ পরগণা জেলার, ক্যানিং ২ নম্বর ব্লকের অন্তর্গত ঘুটিয়ারি শরিফ সিনিয়র মাদ্রাসায় কন্যাশ্রী ছাত্রীদের (বেগম রোকেয়া কন্যাশ্রী ক্লাব) নিয়ে সচেতনতা মূলক শিবির। উপস্থিত ছিলেন ক্যানিং মহাকুমা শাসক প্রতিক সিংহ, DMDC মহাদ্রুতি অধিকারী। মাদ্রাসার সুপার ইউসুফ আলী মোল্লা, পরিচালন সমিতির সম্পাদক জাহাঙ্গীর লস্কর, বিশিষ্ট সদস্য হাফিজুর রহমান, শিক্ষাবন্ধু গোলাম মাওলা পুরকাইত, CINI প্রতিনিধি দেবার্ঘ সহ আরও অনেকেই।