শিশুশ্রম মানব পাচার বাল্যবিবাহ নিয়ে সচেতনতা শিবির

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : শুভ শারদীয়ার প্রাক্কালে প্রতিটি পরিবারে মায়ের আগমনীতে ভরে উঠুক সুখ শান্তি আর সমৃদ্ধির লক্ষে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটি দক্ষিণ গোরানকাটি কৈখালি সমাধান সমিতি, মিসিং লিঙ্ক ট্রাস্ট ও কুলতলী থানার যৌথ উদ্যোগে পূজার আনন্দময় দিনগুলিতে নিরানন্দের কারণ যাতে না হয় তার জন্য বিশেষ উদ্যোগ। কথা বলা পুতুলের মাধ্যমে বিশেষ সতর্কতামূলক প্রচার কুলতলী থানার মোড়ে।

    শিশু শ্রম ও মানব পাচার বাল্যবিবাহ সহ একাধিক বিষয় নিয়ে বিশেষ নাটক মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী ,চাইল্ড প্রটেকশন অফিসার শুভময় দাস, মিসিং লিংক ট্রাস্টের কর্ণধার প্রবীর মিশ্র, সমাধান সমিতির সম্পাদক শক্তিপদ মন্ডল ছাড়াও পূজা কমিটির একাধিক কর্মকর্তারা। বিশেষ করে বিভিন্ন ধরনের চাকরি সহ কাজের টোপ ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গাঙ্গেও সুন্দরবন এলাকার কিশোর কিশোরীদের চোখের অগোচরে নিয়ে গিয়ে পাচার। বিশেষ করে অসহায় পরিবারের যুবতী মহিলাদের কাজের টোপ নিয়ে ভিন্ন রাজ্যে পাচারের যে চক্রান্ত তার বিরুদ্ধে কুলতলির দক্ষিণ গরানকাঠি সার্বজনীন পূজা কমিটির সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের এই মুহূর্তের এমনই মহতী উদ্যোগ কে এলাকা বাসী কুর্নিশ জানায়। মঞ্চ থেকে কুলতলী ব্লক উন্নয়ন আধিকারী বীরেন্দ্র অধিকারী এই সমস্ত ক্লাব সংগঠনগুলিকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করার বার্তা দেন।