|
---|
নতুন গতি প্রতিবেদক : আজ বারুইপুর পুলিশ জেলার এসপি অফিসে আয়োজিত হয় ই-চালান ট্রেনিং। এই ট্রেনিং এ বারুইপুর পুলিশ জেলার সমস্ত ট্রাফিক অফিসার ছাড়াও যোগ দেন জেলার বিভিন্ন থানা থেকে প্রতিনিধিত্বমূলকভাবে আসা অন্যান্য আধিকারিকরাও। প্রত্যেকের সামনে ই-চালানে ব্যবহার করা POPS স্লট মেশিনে কিভাবে কাজ করতে হবে তা বিশদে হাতেকলমে দেখিয়ে দেন এস বি আই ও পাইনল্যাবস্ সংস্থার প্রতিনিধিরা। ই-চালান প্রজেক্ট এদের মাধ্যমে চালু হতে চলছে।
এরপরে ট্রাফিক ফাইন জমা দেওয়ার জন্য আর একগাদা কাগজপত্র নিয়ে ট্রেজারি বা ব্যাঙ্কে ছোটাছুটি করতে হবে না। অনলাইনএই সমস্ত ফাইন জমা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর থেকে প্রবর্তিত বর্ধিত হারে সমস্ত ফাইন ধার্য করা হবে। ট্রেনিং এ এই বিষয়েও উপস্থিত পুলিশ অফিসারদের তা জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার বেশ কয়েকটি জায়গায় এই বর্ধিত হারে ফাইন ধার্য করার ব্যাপারে সচেতনতা শিবিরও করা হয়েছে।