|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজী সুভাষ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুভাষ জানা ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে মঙ্গলবার বিদ্যালয় সভাগৃহে বাল্যবিবাহ রোধে “কন্যা তুমি নিজেই সম্পদ” শিরোনামে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরে বিদ্যালয়ের উঁচু ক্লাশের ছাত্রীরা এবং অভিভাবিকারা অংশ নেন। শিবিরে ছাত্রীদের পাশাপাশি মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কৈশোর কালীন জীবনের নানা জিজ্ঞাসা, কম বয়সে মেয়েদের বিয়ে হওয়া,কম বয়েসী মেয়েদের পালিয়ে গিয়ে বিয়ে,কম বয়সে জোর করে বিয়ে দিয়ে কন্যাদায় থেকে অভিভাবকদের মুক্তির প্রবণতা সহ এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচকরা আলোচনা করেন।
এদিনের শিবিরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান, শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুলের জীববিদ্যার শিক্ষক শিক্ষারত্ন গৌতম কুমার বোস, শালবনী হাই স্কুলের জীববিদ্যার শিক্ষিকা আল্পনা দেবনাথ বোস,লালগড় সারদামনি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বর্নলতা বেরা প্রমুখ।
উল্লেখ্য মাস দুয়েক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিবেশী গ্রাম গুলিতে গিয়ে বাল্যবিবাহ রোধে বার্তা দেওয়া হয়েছিল।