উত্তরবঙ্গ সেবা মঞ্চ এর উদ্যোগে সচেতনমূলক প্রচার ও মাস্ক বিতরণ

নতুন গতি, ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গ সেবা মঞ্চ দীর্ঘ ৬/৭ বছর যাবৎ আপতকালীন বিপদ, যেমন বন্যার সময়,ঘূর্নিঝড়ের সময় ও লকডাউন কালে ঔষুধ,খাদ্যদ্রব দিয়ে পাশে দাঁড়িয়েছে। প্রতি বছর এই সংগঠনের দ্বারা নবী দিবসে শীত বস্ত্র বিতরন ও দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে থাকে। প্রতি বছর রমজান মাসে রমজান কিট ( চাল,চিন, সামাই,দুধের প্যাকেট, খেজুর) দিয়ে থাকে। তাছাড়াও সাম্প্রতি অতীতে এই সংগঠন দুঃস্থ মানুষদের মশারি বিতরণ করেছে।

    গতকাল সমগ্র কালিয়াচক ১ নাম্বার ব্লক জুড়েই এই উত্তর বঙ্গ সেবা মঞ্চ সচেতনতামূল প্রচার ও মাস্ক বিতরণ করেছে। এদিন প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করেন তারা ।

     

    উত্তর বঙ্গ সেবা মঞ্চের সম্পাদক “আব্দুর রাউফ মহাশয় বলেন – আমরা লকডাউন কালে মানুষের পাশে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। খুব শীঘ্রই আমরা দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রী ও সব্জি বিতরণ করবো। জালালপুর জি পি অফিস, জালালপুরের সব ব্যঙ্ক ও সব এ টি এম,পোষ্ট অফিস, পুলিশ ট্রাফিক অফিস স্যানিটাইজ করবো।