|
---|
নদীয়া, শান্তিপুর: এবার করোনার সচেতনতা বার্তায় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুর শহরের বেশ কয়েকটি এলাকাসহ বাজারগুলিতে করোনা সচেতনতা বার্তা দিলেন বিধায়ক। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপুর শহরের বেশ কয়েকটি বাজার সহ জনবহুল এলাকাগুলিতে সচেতনতা মাইকিং প্রচার করলেন বিধায়ক। এছাড়াও বাজার গুলির যেসকল ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের প্রত্যেককেই বিধিনিষেধ মেনে চলার জন্য আবেদন জানান।
পাশাপাশি যারা মুখে মাক্স হীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদের প্রত্যেককেই নিজের হাতেই মাস্ক পরিয়ে দিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই ভাবেই বৃহস্পতিবার সকাল থেকে গোটা শান্তিপুর শহরে সচেতনতা প্রচার অভিযান করলেন বিধায়ক। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, প্রতিদিনই যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তা খুবই উদ্বেগজনক। তাই সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে, গোটা শান্তিপুর বাঁশির উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেকেই মাস্ক পড়ুন দূরত্ব বজায় রেখে চলুন। ভিড় এগিয়ে চলুন সরকারি বিধি-নিষেধকে মেনে চলুন।