ডাইনি প্রথার কুসংস্কার বিষয়ক সচেতনতা শিবির

সেখ মহম্মদ ইমরান , মেদিনীপুর: কেশিয়াড়ী ব্লকের নছিপুর আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডাইনি প্রথার কুসংস্কার বিষয়ক সচেতনতা শিবির। এই ভয়ঙ্কর প্রথা থেকে বেরিয়ে এসে সুস্থ ,স্বাভাবিক জীবন যাপন কিভাবে করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন।

    বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের বিভাগীয় প্রধান ড. রতন হেমরাম, সহকারী অধ্যাপিকা ড. দুলী হেমরম, দর্শন বিভাগের সহকারি অধ্যাপিকা ড. শিউলি দত্ত , কেশিয়াড়ি থানার আই. সি উদয়শঙ্কর মন্ডল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কল্যাণ কুমার দাস ,নৃতত্ববিদ ড. শান্তনু পন্ডা, সমাজসেবী ফারুক মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ডাইনি প্রথার কুসংস্কার নিয়ে বক্তব্য পেশ করেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পড়িয়া আদিবাসী ছাত্র ছাত্রীদের মধ্যে ভয়ভীতি ও কুসংস্কার কাটিয়ে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছেন। প্রায় দুই শত ছাত্র ছাত্রী এদিন উপস্থিত ছিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুহিন শুভ্র ত্রিপাঠি।