|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- গত কয়েকদিন ধরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে পঞ্চগ্রাম রুরাল হাসপাতালেও ইনডোরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে একজন জন। এদিন বিভিন্ন সচেতন মূলক কর্মসূচি পালনের পাশাপাশি সরাসরি সেই ডেঙ্গু রুগীকে স্বাস্থের খোঁজ খবর নিয়ে কেমন মেডিকেসান চলছে সেই বিষয়ে কথা বলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার COMH জয়ন্ত কুমার সুকুন,এছাড়াও সঙ্গে ছিলেন ডেপুটি ১ CMOH ডাঃ হিমাদ্রি হালদার, ডেপুটি ২ CMOH ডাঃ সোনালী দাস, ACMOH ডাঃ জয়শ্রী সাহা, BMOH ডাঃ প্রবীর চট্টোপাধ্যায়,ডাঃ আকবর হোসেন মেডিকেল অফিসার প্রমুখ। শুধুমাত্র শহরাঞ্চল নয় বর্তমানে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা গ্রামীণ এলাকাতেও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধুমাত্র ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক নয় পাশাপাশি অন্যান্য ব্লক গুলিতেও ডেঙ্গু আক্রান্ত রোগী হদিস মিলেছে।জেলার স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানান প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। প্রতিবছরের মতো এবছরও আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।তবে নভেম্বর মাসের পর থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমবে। গোটা জেলা জুড়েই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ডায়মন্ড হারবারে বৃদ্ধি পাচ্ছে, তবে পরিস্থিতির নিয়ন্ত্রণ আছে বলে জানেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের কর্তারা। ডেঙ্গু নিয়ন্ত্রনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জেলার প্রতিটি প্রান্তে বিশেষ শিবির ও বিভিন্ন সচেতন শুরু করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের দিয়ে।