ঈদ উৎসব পালনকে কেন্দ্র করে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে

নতুন গতি নিউজ ডেস্ক: নদীয়া জেলার চাপড়া পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদ উৎসব পালনকে কেন্দ্র করে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়ায় করোনা মহামারী পরিস্থিতিতে ঈদ উৎসব পালন করা নিয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সচেতন থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা দৈহিক দূরত্ব বজায় রাখা, সকলকে মাস্ক পরার জন্য বিশেষভাবে অনুরোধ করেন চাপড়া থানার আইসি সুবপ্রকাশ পট্টনায়ক বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে ৫০ জনের বেশি জমায়েতে বিধিনিষেধ রয়েছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে নিজ এলাকায় ঈদের নামাজ পড়তে পরামর্শ দেন। বিশিষ্ট আলেম কাজী ফারুক আহমেদ চলমান মহামারী পরিস্থিতিতে মুসলিমদের প্রধান তীর্থস্থান মক্কা ও মদীনায় বিধিনিষেধের উদাহরণ তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলে প্রশস্ত ময়দানে ছোট ছোট জামাত বা ঈদগাহে দৈহিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ নির্দিষ্ট জায়গায় নিরাপদ দূরত্বে নামাজ আদায় আবেদন করেন প্রশাসন এবং একইস্থানে একাধিক নামাজের জামাত হলে পুনরায় সেখানে নামাজের আগে স্যানিটাইজ করতে হবে। তবে মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে যথাসম্ভব ঘরে থেকে ঈদ পালন করা উচিত বলে তিনি মন্তব্য করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি সুবপ্রকাশ পট্টনায়ক চাপড়া জয়েন্ট বিডিও, চাপরা ব্লকের মসজিদের ইমাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ