80-জি ধারায় আয়কর ছাড় পেতে হলে, ক্লাব/দল বা সংগঠনের মাধ্যমে নয়, সরাসরী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ত্রানতহবিলে নিজে আর্থিক অনুদান জমা করুন

80-জি ধারায় আয়কর ছাড় পেতে হলে, ক্লাব/দল বা সংগঠনের মাধ্যমে নয়, সরাসরী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ত্রানতহবিলে নিজে আর্থিক অনুদান জমা করুন

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    যাঁরা করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলায় সরকারকে আর্থিক সহযোগিতা করতে চান, তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রানতহবিলে অনলাইনে অথবা চেকের মাধ্যমে সরাসরী অর্থ পাঠাতে পারেন। আমার প্রস্তাবমাফিক আগামী মাসের বেতনবিলে সাহায্যের অপসানটি সংযোজিত হলে সেখানেও ইচ্ছানুযায়ী অনুদান কাটাতে পারেন। কেউ ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও সরাসরী আর্থিক অনুদান পাঠাতে পারেন। যদি কেউ আগ্রহী হন, কিন্তু জমা করার বিষয়ে অভিজ্ঞতা না থাকায় সংশয়ে থাকেন, তাহলে চেকবইটি নিয়ে সরাসরী আপনার ব্রাঞ্চে যান, ব্যাঙ্ক কর্মিরাই আপনাকে সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করলে আয়কর বিধির 80-জি ধারা অনুযায়ী আয়কর ছাড় পাবেন। কিন্তু দলগতভাবে বা ক্লাব-গোষ্ঠী বা সংগঠণের মাধ্যমে সকলে একত্রিত হয়ে আর্থিক অনুদান জমাদিলে নিজেদের কাছে নিজ নিজে নামে কোনো প্রমানপত্র না থাকার ফলে 80-জি ধারায় কোনো প্রকার আয়কর ছাড় দাবী করতে পারবেন না। সরাসরী আর্থিক অনুদানের ক্ষেত্রে আপনার অর্থ তছরূপের কোনো সম্ভাবনাও থাকবে না। সরাসরী সরকারী তহবলে জমা পড়ে যাবে। নিজের নামে রসিদও পেয়ে যাবেন হাতেনাতে।