|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে দীর্ঘদিন ধরে চলে আসছে বাঁকুড়া জেলার বিউর গ্রামে বাবা সিদ্ধেশ্বরের গাজন। পাশাপাশি চার পাঁচটি গ্রামের হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বেঁধেছে এই বিউর গ্রামের বাবা সিদ্ধেশ্বরের গাজন। এই গ্রামগুলোর মধ্যে বিউর মল্লিক পাড়া হলো মুসলিম অধ্যুষিত গ্রাম। আর এই গ্রামের মল্লিক বাড়ির পাঠানো ঘি দিয়ে আজও বাবা সিদ্ধেশ্বরের হোম যজ্ঞের কাজ সম্পন্ন হয়। এইবারের গাজনের নতুন সংযোজন হলে জলছত্র কর্মসূচি। শুক্রবার, বিউর গ্রামে গাজন কমিটির উদ্যোগে একটি জলছত্র শিবিরের আয়োজন করা হয়। এদিনের জলছত্র শিবির থেকে প্রায় কয়েক হাজার দর্শনার্থীদের নকুল দানা, ছোলা ও জল দান করা হয়। এদিনের জলছত্র শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ ব্যানার্জি,সেখ আজফার হোসেন, চন্দ্রনাথ রায় সহ গাজন কমিটির সদস্যরা।