বাবিয়া আমিষ খাবার ছুঁয়ে দেখতো না,সাত্ত্বিক কুমিরের মৃত্যুতে শোকাহত সবাই

নিজস্ব সংবাদদাতা : বাবিয়ার মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ ৭০ বছর ধরে সে নিরামিষ খাবার খেতো, আমিষ খাবার ছুঁয়ে দেখেনি। বাবিয়া হল একটি কুমির,কেরলের আনন্দ পদ্মনাভ মন্দিরের ভেতরে অবস্থিত পুকুরের মধ্যে থাকতে সে। ওই মন্দিরে প্রতিদিন দুবার পূজা হতো, পুজোর পর প্রসাদী ভাত ও গুর খেতে সে। আমিষ খাবার ছুঁয়ে দেখতো না, এমনকি পুকুরের মধ্যে অবস্থিত মাছগুলিকে সে আক্রমণ করত না।

     

     

    এলাকার বাসিন্দারা বাবিয়াকে সাধারণ কুমির ভাবতনা, তাকে ঈশ্বরের দূত বলে মনে করা হতো। প্রতিদিন অনেক মানুষ এই সাত্ত্বিক কুমিরকে দেখবার জন্য ভিড় জমাতেন। স্বাভাবিকভাবেই কুমিরের মৃত্যুতে শোকাহত অনেকেই। মৃত্যুকালে বাবিয়ার বয়স হয়েছিল ৭৫ বছর।