|
---|
সেখ আব্দুল আজিম,চন্ডীতলাঃ আজ ৬ই ডিসেম্বর। ১৯৯২ সালের আজকের দিনে ভারতের ধর্মনিরপেক্ষতার কাঠামোকে আক্রমণ করা হয় বাবরি মসজিদ ভেঙ্গে।প্রতিবছর বামপন্থীরা দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে।আজ চন্ডীতলা ১ ব্লকের বামপন্থী গণসংগঠনসমূহের ডাকে নবাবপুর গুড়গুড়িপোতা থেকে ভগবতীপুর বাজার হয়ে ভাদুয়া ঘুরে মোল্লারচকে শেষ হয়।প্রায় ২০০ জন পদযাত্রী মোট ১০ কিমি পথ পরিক্রমা করে।পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এবং তৃণমূল সরকারে সীমাহীন উপর থেকে নীচ পর্যন্ত চুরির বিরুদ্ধে এই মিছিলে আওয়াজ ওঠে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে এক করে দূর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের জন্য মানুষের আহ্বান জানানো হয়।মিছিলের উদ্বোধন করেন বাম নেতা সেখ আজিম আলী ও মিছিল শেষে বক্তব্য রাখেন আব্দুল হাই।