বাবরি মসজিদ ভাঙ্গার দিন চন্ডীতলায় বামেদের কালা দিবস পালন।

সেখ আব্দুল আজিম,চন্ডীতলাঃ আজ ৬ই ডিসেম্বর। ১৯৯২ সালের আজকের দিনে ভারতের ধর্মনিরপেক্ষতার কাঠামোকে আক্রমণ করা হয় বাবরি মসজিদ ভেঙ্গে।প্রতিবছর বামপন্থীরা দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে।আজ চন্ডীতলা ১ ব্লকের বামপন্থী গণসংগঠনসমূহের ডাকে নবাবপুর গুড়গুড়িপোতা থেকে ভগবতীপুর বাজার হয়ে ভাদুয়া ঘুরে মোল্লারচকে শেষ হয়।প্রায় ২০০ জন পদযাত্রী মোট ১০ কিমি পথ পরিক্রমা করে।পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এবং তৃণমূল সরকারে সীমাহীন উপর থেকে নীচ পর্যন্ত চুরির বিরুদ্ধে এই মিছিলে আওয়াজ ওঠে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে এক করে দূর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের জন্য মানুষের আহ্বান জানানো হয়।মিছিলের উদ্বোধন করেন বাম নেতা সেখ আজিম আলী ও মিছিল শেষে বক্তব্য রাখেন আব্দুল হাই।