সতীদাহ প্রথার বিলোপ ঘটান বিদ্যাসাগর বিতর্কিত বাবুল সুপ্রিয়র

 

    নিজস্ব প্রতিবেদক-“গ “তে গন্ডগোল। লাগামছাড়া মন্তব্যের জন্য এর আগেও বিজেপি নেতৃত্ব সমালোচনার মুখে পড়েছে।বিদ্যাসাগরের জন্মদিনে এবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।কেন্দ্রীয় মন্ত্রী বাবুল বলেন, ‘সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । কলকাতার একটি অরাজনৈতিক সংগঠন “খোলা হাওয়া”র অনুষ্ঠানে এসে এরূপ মন্তব্য করেন মন্ত্রী। বাঙালি হয়ে বাংলার ঈশ্বরের সম্বন্ধে এরূপ মন্তব্যে বিতরকের দানা বাঁধলেও বিজেপি নেতৃত্বের কাছে এটা নতুন কিছু নয় এর আগেও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহজপাঠের রচয়িতা বিদ্যাসাগর বলে তিনি মন্তব্য করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিদ্যাসাগরের জন্মদিনে এরূপ অবমাননার প্রতিক্রিয়া পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন একটা সমাজ। তাদের দাবি বাবুল সুপ্রিয় বাঙালি হয়ে বাঙালির পিঠে ছুরি মারার চেষ্টা করছেন। কেন্দ্রীয় সরকারের হিন্দি নীতির হয়ে দালালি করছেন অথচ বাংলার মান-মর্যাদা সবকিছুকে ধুলিস্যাৎ করে দিয়ে বাংলাকে হাসির পাত্র করে তুলছেন।