বাচিক”-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….. মেদিনীপুর শহরের স্বনামধন্য আবৃত্তি ও শ্রুতিনাটক প্রশিক্ষণ সংস্থা “বাচিক” এর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুরের ঐতিহ্যবাহী সভাগৃহ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণাধার স্বাগতা পান্ডে।২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার প্রতি বছরের বার্ষিক অনুষ্ঠানে একজন বিখ্যাত কবি উপস্থিত থাকেন। এই বছর উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার দেবব্রত দত্ত।তাঁকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। এছাড়া এদিনে বাচিকের পক্ষ থেকে “কোভিড যোদ্ধা” হিসেবে সম্মানিত করা হয় মহামারীর সময় মানুষের পাশে দাঁড়ানো বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রবোধ পঞ্চধ্যায়ীকে।

    এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় মেদিনীপুর পূরসভার পৌর প্রধান সৌমেন খান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী,রাজ্যের উপ স্বাস্থ্য আধিকারিক ডাঃ রবীন্দ্রনাথ প্রধানকে।এছাড়াও

    এই অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই বছরের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাচিক কর্ণধার স্বাগতা পাণ্ডের সিডি উদ্বোধন। “ইচ্ছে ছিল”এই শিরোনামের সিডিটি তে বিশিষ্ট কবি শুভ দাসগুপ্তের একটি কবিতা ও স্বাগতা পাণ্ডের নিজের লেখা তিনটি কবিতা রয়েছে । এখনো পর্যন্ত স্বাগতা পাণ্ডের মোট ১২ টি সিডি রিলিজ হয়েছে। প্রতিটি সিডিই কলকাতা থেকে রেকর্ডিং কর হয় ঐক্যতান স্টুডিও থেকে কল্যাণ সেন বরাটের পরিচালনাতে নয়তো ধুন স্টুডিও থেকে বিশিষ্ট কবি শুভ দাশগুপ্তর পরিচালনাতে। নবতম সিডি “ইচ্ছে ছিল” ধুন স্টুডিও থেকে শুভ দাসগুপ্ত পরিচালনাতে রেকর্ড করা।

    অনুষ্ঠানে বাচিকের শিক্ষার্থীরা আবৃত্তি,সঙ্গীত,নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে।এছাড়া ছিল বিশিষ্ট নৃত্যশিল্পী দেবারতি মুখার্জির নৃত্য পরিবেশন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্ণব সেনেরগান। অনুষ্ঠানের আবহ সঙ্গীত রচনা করেন সুনন্দন ভট্টাচার্য ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মৈথিলী ঘোষ। এদিনের অনুষ্ঠানে সংস্থার ছাত্রী বিশিষ্ট চিত্রশিল্পী সোমা রায় কবি দেবব্রত দত্ত ও ডাঃ প্রবোধ পঞ্চাধ্যায়ীর ওয়েল পেন্টিং এঁকে উপহার দেন ওঁদের। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্বাগতা পান্ডে।