|
---|
নিজস্ব সংবাদদাতা : রমজান মাস চলছে এই মাসে মুসলমান সম্প্রদায়ের মানুষকে একমাস ধরে রোজা রাখেন এই রোজা রাখা কি অন্য সম্প্রদায়ের মানুষ কিভাবে দেখেন সেই বিষয়ে সভার আয়োজন করেছিল বাকচর্চা পত্রিকায় প্রকাশক কলেজ স্ট্রিট চাঁদপুর সভাগরে ভিন্ন চোখে রোজা শীর্ষক আলোচনা হয় উক্ত আলোচনায় স্বাগত ভাষণ দেন বাকচর্চা পত্রিকার কর্ণধার মোঃ হেলাল উদ্দিন আলোচনা সভায় অংশ নেন ঠাকুর শ্রী শ্রী সমরেশ্বর ব্রহ্মচারী ডক্টর প্রকাশ মল্লিক আচার্য ডাক্তার গোপাল ক্ষেত্রী ডক্টর নীল কমল বর্মন মধু মন্ডল মতিয়ার রহমান মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ সংগীত পরিবেশন করেন সমরিতা মল্লিক উক্ত আলোচনা সভায় রোজা যে সংযমের মাস আত্মত্যাগের মাস প্রত্যেক বক্তার বক্তৃতায় এটাই উঠে আসে বাকচর্চা পত্রিকার পক্ষ থেকে আগত সমস্ত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ইনাস উদ্দিন এছাড়াও সমাজের বহু বিশিষ্ট মানুষ আলোচনা সভায় অংশ নেন অতিথিদের জিভা ডায়গনস্টিক এর পক্ষ থেকে দিয়ে বরণ করে নেয়া হয় আবু সালে রেজারুল করিমের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শেষে ইফতারের ব্যবস্থাও ছিল সমগ্র আলোচনা সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ সালমান হেলাল