হরিশ্চন্দ্রপুরের রামরায় ব্রিজে ফাটল, আশঙ্কায় এলাকাবাসী

নতুন গতি নিউজ ডেস্ক: ২০১৭ সালে বন্যার পর থেকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে হরিশ্চন্দ্রপুরের রামরায় ব্রিজটি।প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজের কাজ হয়নি।হরিশ্চন্দ্রপুর যাওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে রামরায় ব্রিজটি।দৈনিক লক্ষাধিক লোক যাতায়াত করেন এই ব্রিজটির উপর দিয়ে। গত শনিবার রাতে মুষল ধারে বৃষ্টিতে ব্রিজটির মধ্যে ও পাশে বড়ো বড়ো ফাটল হয়ে পড়েছে ও রাস্তার মধ্যে ধ্বস নেমেছে।গাড়ি চলাচল অচল হয়ে পড়েছে। হরিশ্চন্দ্রপুরের স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা পন্য আমদানি ও রপ্তানিতে বড়ো সমস্যায় পড়েছে। দ্রুত সংস্কারের কাজ শুরু না করলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলাকাবাসী।

    এলাকার স্থানীয় বাসিন্দা মহম্মদ সামিম, সাহেনসা ও ফারিসরা জানান, গত প্রায় তিন বছর ধরে এই ভয়ংকর মৃত্যুকূপ হয়ে পড়ে রয়েছে ব্রিজটি অথচ অভিযোগ করা সত্ত্বেও সরকারের কোনো হেলদোল নেই। এই ব্রিজটির উপর দিয়ে যাতায়াত করেন রামপুর, ইসলামপুর, মহেন্দ্রপুর , ভবানীপুর, বনসরিয়া, আলিপুর, ভিঙ্গোল, কহলা ও কনুয়া- ভবানীপুর সহ প্রভৃতি গ্রামের মানুষেরা।এলাকার মানুষদের এই ব্রিজটি পেরিয়ে যেতে হয় হরিশ্চন্দ্রপুর-1 নং ব্লক, হরিশ্চন্দ্রপুর থানা, সমবায় সমিতি, হাসপাতাল, থানা ও গড়গড়ির হাট এবং ব্যাঙ্ক । এছাড়াও হরিশ্চন্দ্রপুর হাই স্কুল, হরিশ্চন্দ্রপুর কলেজ, পিপলা হাই স্কুল ও কিরণ বালা বালিকা বিদ্যাশ্রম হাই স্কুলে ছাত্র-ছাত্রীরা ভয়ে ভয়ে ব্রিজটির উপর দিয়ে পারাপার হন , অনেক ছাত্র-ছাত্রী ভয়ে স্কুল যাওয়াই ছেড়ে দিয়েছে।

    এলাকার গ্রামবাসীরা জানান ,” যে কোনও মুহূর্তে ব্রিজটি ভেঙে গিয়ে বড়োসড় দুর্ঘটনা ঘটতে পারে। তাদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত প্রধান, এমএলএ ও ব্লক প্রশাসনকে বহুবার জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি।”হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিডিও অনির্বাণ বসু জানান,” খুব শীঘ্রই ব্রিজটি সংস্কার করা হবে।”