|
---|
মহঃ সফিউল আলম , বীরভূম :
আজও উন্নত নিকাশী ব্যবস্থা নেই বীরভূম জেলার একাধিক ব্লকের অসংখ্য গ্রামীণ এলাকায় ৷ বহু জায়গায় সুনির্দিষ্ট পরিকল্পনায় গড়ে ওঠেনি নর্দমা বা পাকা ড্রেন ৷ কিছু স্থানে তা থাকলেও নর্দমার জল, কাদা রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে ৷ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এর একটা বিহিত হওয়া দরকার বলে মনে করছেন ওই সব এলাকার মানুষ জন ৷তাঁদের প্রত্যাশা , নিশ্চয় পদক্ষেপ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷
বীরভূম জেলার রাজনগর , খয়রাশোল , দুবরাজপুর , সিউড়ি , রামপুরহাট সহ একাধিক ব্লকের অসংখ্য পাড়া ও গ্রামগুলিতে নিকাশী ব্যবস্থার এমন বেহাল দশা অতি সহজেই চোখে পড়ে ৷ বহু গ্রামে রাস্তার উপর দিয়ে যাওয়া নালা পেরিয়ে তাদের যাতায়াত করতে হয় ৷ বাড়ির নোংরা জলও তাতে এসে পড়ে ৷ দুর্গন্ধতে নাভিশ্বাস আম জনতার ৷ সম্প্রতি রামপুরহাটের বনহাট গ্রামের মানুষ জন এই ধরণের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷বাসিন্দাদের কথায় , আরও অনেক গ্রামেই এই ধরণের অব্যবস্থা চোখে পড়ে ৷ স্থানীয় পঞ্চায়েত ও তার উপর মহলে একাধিকবার জানিয়েও সুফল মেলেনি বলে অভিযোগ করেন তাঁরা ৷ এবিষয়ে তাঁরা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ৷