বেহাল রাস্তার অবস্থা নিত্য যাত্রীদের দুর্ভোগ চড়মে

নিজস্ব প্রতিনিধি,তমলুক : গত তিন থেকে চার মাস উঃ নরঘাট মিনি বাজার সংলগ্ন এলাকার অন্তগর্ত ট্যাংরাখালি যাওয়ার রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ৷ ইতিউতি তৈরি হয়েছে গর্ত ৷ আর বৃষ্টির হওয়ার ফলে গর্তের মধ্যে জমে গিয়েছে জল ৷ রাস্তায় গাড়ি যাতায়াত করায় কাদামাক্ত জল ছিটকে জনগনের পোশাকে পড়ে ফলে পোশাক নষ্ট হওয়ার সম্ভবনা থাকে ৷ শুধু তাই নয় গর্তে মধ্যে এক হাটু জমা জল রাস্তার পাশে দোকানগুলিতে ছিটকে পড়ে ৷ এর আগে বৃষ্টি না হলে ধুলো ওড়ার সমস্যা খুবই ছিলো ৷ খবর সূত্রে জয়দেব সাতঁরা (৫০)বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে রাস্তাটি দীর্ঘদিন অবৈধ্যভাবে পড়ে রয়েছে ৷ এর কোনোরুপ কাজ হচ্ছে না কেনো ৷ তিনি আরো বলেন যে , কতদিনই বা রাস্তার সমস্যায় ভোগবে জনগন ৷ ভালো পোশাক পড়ে রাস্তায় বেরুতে পারা যাচ্ছে না রাস্তার যে রুপ বেহাল অবস্থা ৷ যদি রাস্তার সমস্যা খুব শিঘ্রই মেটানো না হয় তাহলে জমগন খুব শিঘ্রই রাস্তায় নামবে বলে জানিয়েছে ৷
তবে রাস্তাটির পূর্ন নির্মানের ব্যবস্থা খুব শিঘ্রই নেওয়া হোক ৷ কতদিন এইভাবে জনগন সমস্যায় ভোগবে ৷ ভোগান্তির শেষ কবে হবে ৷