|
---|
নিজস্ব সংবাদদাতা :প্রতিবছরের মতো এই বছরও দার্জিলিঙে পর্যটকদের জমজমাট ভিড়। তবে খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিং ঘুম দার্জিলিং ডিজেল চালিত জয় রাইড, ছাড়া দার্জিলিং ঘুম দার্জিলিং বাষ্প চালিত জয় রাইড। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর পর্যটকদের মন খারাপ। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এক বিবৃতি মারফত জানিয়েছে ২১ জানুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে টয় ট্রেন পরিষেবা। বিবৃতিতে বন্ধ থাকার কারণ হিসেবে জানানো হয়েছে, দার্জিলিঙে বর্তমানে আবহাওয়া অত্যন্ত খারাপ, এছাড়া দৃশ্যমান্যতা একেবারে তলানিতে। ১০ মিনিটের পথ যেতে সময় লাগছে ৩০ মিনিট। সেই কারণে এক মাসের কিছু অধিক সময় বন্ধ থাকছে পরিষেবা। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিং থেকে শিলিগুড়ি টয় ট্রেন পরিষেবা চালু থাকবে।