|
---|
বাইজিদ মন্ডল, কুল্পী:- করোনা আবহে রক্তের সংকট মেটাতে, শ্যামা কালি পুজোকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরনের পাশাপাশি রক্তদান শিবিরের ও আয়োজন করেন। দক্ষিন ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত বাগারিয়া কালিয়া সংঘ এবং ডায়মন্ড হারবার জেলা হসপিটালের সহযোগিতায় আজ বাগারিয়া কালিকা সংঘ প্রাঙ্গণে করোনা বিধি মেনেই এই রক্তদান কর্মসূচি হয়। আজ আয়োজিত এই রক্তদান শিবিরে মহিলা সহ প্রায় শতাধিক ব্যাক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।
রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কুলপী বিডিও দেবর্ষি মুখার্জী,জয়েন্ট বিডিও তারিক ইসলাম। এবং বাগারিয়া কালিকা সংঘের সেক্রেটারি হিমাদ্রী শেখর মন্ডল,এক্স-প্রেসিডেন্ট মেম্বার মঙ্গল পুরকাইত,পাঁচু গোপাল সহ ক্লাবের আরও অন্যান্য সদস্যরা। বাগারিয়া কালিকা সংঘের সেক্রেটারি হিমাদ্রী শেখর মন্ডল বলেন প্রায় নয় বছর ধরে শ্যামাকালি পূজো উপলক্ষে দুঃস্থ মানুষদের জন্য শীত বস্ত্রের সঙ্গে লুঙ্গি,শাড়ি,বাচ্চাদের জন্য জামা প্যান্ট বিতরণ করা হয় এবং যে সকল রুগী রক্তের অভাবে মারা যাচ্ছে,তার মধ্যে বিশেষ করে মুমূর্ষ রুগীদের কথা মাথায় রেখে রক্তের চাহিদা পূরণ করতে এই রক্তদান কর্মসূচী পালন করা হয়।