|
---|
বাবলু হাসান লস্কর : দক্ষিণ চব্বিশ পরগনা,অম্বিকানগর হরিপ্রিয়া উচ্চ বিদ্যালয়ের সুন্দরবন শিক্ষা কেন্দ্রে Wildlife Trust of India (WTI) এর ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলী বিট অফিসের আধিকারিক সামিম প্রধান, সুকমল চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর পুর্ণবসু চৌধুরী, লোকমাতা রাণী রাসমণি মিশনের অমিতাভ রায়, মধ্য-পূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত মিস্ত্রী, অম্বিকানগর হরিপ্রিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ মাইতি সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে সুন্দরবনের বিশিষ্ট গবেষক স্বর্গীয় শ্রী অনিমেষ সিংহ মহাশয়ের স্মরণসভার আয়োজন করা হয়। সংস্থাটি সমগ্র ভারতবর্ষ জুড়ে অতি সক্রিয়ভাবে বন্যপ্রাণ সংরক্ষণের কাজ করে চলেছে। সুন্দরবনের কুলতলী অঞ্চলে এই সংস্থাটি বিগত কিছু বছর ধরে মানুষ-বাঘ সংঘাত প্রশমনের জন্য কাজ করে চলেছে।