|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের মেয়েদের আত্মনির্ভর করে তুলতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শনিবার থেকে মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে শুরু হলো ‘বাঘিনী’ নামে নতুন এক কর্মসূচী। শনিবার সকালে প্রদীপ প্রজ্জ্বলন করে এই কর্মসূচীর সূচনা করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
টানা পাঁচদিন শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের মাঠে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী চলবে। পাশাপাশি মেয়েরা যে কোন সমস্যায় থানায় এসে যাতে স্বাচ্ছন্দ বোধ করতে পারেন এবং নিজেদের অভিযোগ নথিভুক্ত করাতে পারেন, সেজন্য পুলিশের তরফে থানা ভ্রমণ এবং থানায় কি ধরণের এবং কি পদ্ধতিতে কাজ করা হয় সে সম্পর্কিত বিষয়ে তাদের সচেতন করা হবে।
ট্রাফিক আইন নিয়ে সচেতন করতে শিলিগুড়ির ভক্তিনগর ট্রাফিক গার্ড ভ্রমণ করার কর্মসূচীও রয়েছে পুলিশের। সংবাদমাধ্যমে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, শহরের মেয়েদের স্বাবলম্বী করতে এবং তাদের আত্মরক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন একশ জনকে এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয়।এদিন প্রশিক্ষণ নিয়ে খুশি মহিলারা।তাদের কথায় মহিলাদের নিরাপত্তার দায়িত্ব এখন মহিলাদের হাতেই।তারা নিজেরা যদি সচেতন থাকেন এবং আত্মসচেতন হন তবে তাদের নিজেদের রক্ষা করবার জন্য নিজেদেরই দায়িত্ব নিতে হবে।এই সংবাদ পেয়ে খুশি শিলিগুড়ির মানুষও।বহু মহিলার ভাষায় একটু সজাগ এবং সতর্ক থাকলে আর মহিলাদের কোন সমস্যাই থাকবে না।আজ শিলিগুড়িতে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হল,আর আগামীদিনে উত্তরবঙ্গের অন্যান্য জায়গাতেও মহিলাদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।