|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৪ই জানুয়ারি, মেমারি ১ ব্লকের বাগিলা অঞ্চলে দিদির সুরক্ষা কবচ প্রচার কর্মসূচির শেষ লগ্নে নুদিপুর গ্রামে দলীয় পতাকা উত্তোলন করেন মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। এর মাধ্যমে বাগিলা অঞ্চলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সমাপ্তি ঘটে। উল্লেখ্য গতকাল মেমারি ১ ব্লকের বাগিলা অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে তক্তিপুরে মাসুম বাবার মজারে প্রার্থনা, কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বাগিলা পঞ্চায়েতের গ্রাম পরিদর্শন, বাগিলা গ্রামে মধ্যাহ্নভোজন, বাগিলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এবং বাগিলা গ্রামের কর্মীদের বাড়ি বাড়ি জনসংযোগ, কালসিতে জনসংযোগ সভা, নুদিপুর পার্টি অফিসে কর্মী বৈঠক এবং নদীপুর গ্রামে কর্মীদের বাড়ি নিশিযাপন কর্মসূচি করেন মেমরি ১নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।