|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি বিধানসভার বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কৃষ্ণপুর হিমঘরে কর্মী সম্মেলন করা হয়। বিধায়ক নার্গিস বেগম সহ বাগিলা অঞ্চল সভাপতি তথা জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে হাজার দুয়েক মানুষ মিছিল করে হিমঘরে প্রবেশ করেন। বিধায়কের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা। সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক, নিত্যানন্দ ব্যানার্জী সহ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সাধারণ সম্পাদক তথা সহ পুরপ্রশাসক সুপ্রিয় সামন্ত, অপর জেলা সাধারণ সম্পাদক স্বপন ঘোষাল, মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, শ্রমিক সংগঠনের সভাপতি আশিষ রায়, মেমারি ২ ব্লক সভাপতি মহঃ ইসমাইল, মেমারি ২ যুব সভাপতি হিমাদ্রী মন্ডল, মেমারি কলেজের পরিচালন সভাপতি এম এম মুন্সী, সংখ্যা লঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি ও পঞ্চায়েত সদস্য প্রলয় পাল, প্রধান সহ সকল বুথ সভাপতি ও কর্মীবৃন্দ। সম্মেলনের প্রস্তাব পাঠ করেন প্রলয় পাল এবং সমর্থন করেন শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ। এই রাজনৈতিক কর্মী সম্মেলনের উদ্দেশ্য ছিল কর্মীদের প্রশিক্ষণ, ঐক্যবদ্ধ করা, সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে তোলা ও আগামী বিধানসভা নির্বাচন পরিচালনার বার্তা দেওয়া। এদিন মঞ্চ থেকে সকল বুথ সভাপতিদের হাতে রং ও তুলি দিয়ে কাল থেকেই দেওয়াল লিখনের কাজ শুরুর নির্দেশ দেন অঞ্চল সভাপতি।