|
---|
সেখ সামসুদ্দিন: বাগিলা পশুপতি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ১২৫ তম নেতাজী জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন নুদীপুর মোড় জিটিরোড আম্বেদকর-এর মূর্তি থেকে বাগিলা ইন্দিরা গান্ধীর বেদী পযর্ন্ত মশাল দৌড় করা হয়। তারপর জাতীয় পতাকা উত্তোলন করেন বাগিলা অঞ্চলের অভিভাবক ও পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী। সারাদিন ধরে আবৃত্তি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, মিউজিক্যাল বল ইত্যাদি অনুষ্ঠিত হয়। বৈকালিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়িকা নার্গিস বেগম, মেমারি কলেজ পরিচালন সভাপতি এম এম মুন্সী, নিত্যানন্দ ব্যানার্জী, বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল ও এলাকা সমস্ত সাংবাদিক সহ ক্লাবের সভাপতি রাজেশ কুমার, সম্পাদক প্রলয় পাল, সাংস্কৃতিক সম্পাদক রতন কৈবর্ত, ক্লাবের অন্যান্য সমস্ত সদস্যগণের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয় ও ৫৪ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল দেওয়া হয়। তারপর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ-এর কারিগর হিসাবে প্রয়াত সাংবাদিক বরুণ সেনগুপ্ত স্মরণে সাংবাদিক বন্ধুদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সন্ধ্যায় অরুণ নৃত্য গোষ্ঠী ও আনন্দধারা নিত্য গোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।