বাগনানে ইস্টবেঙ্গল দিবস পালন ইস্টবেঙ্গল প্রেমী সংঘের।

লুতুব আলি, নতুন গতি : বাগনানে ইস্টবেঙ্গল দিবস পালন ইস্টবেঙ্গল প্রেমী সংঘের। হাওড়ার বাগনানে পালিত হল ইস্টবেঙ্গল দিবস। ইস্টবেঙ্গল প্রেমী সংঘ এই দিবসটি পালন করে। ১৯২০ সালে ১ আগস্ট কলকাতার জোড়া বাগান এলাকার নিমতলা ঘাট স্ট্রিটে সুরেশ চন্দ্র চৌধুরী ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা করেন। ১ আগস্ট বাগনানে মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য প্রসূন রায় ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের নান্দনিক সূচনা করেন। স্বাগত ভাষণ দেন ইস্টবেঙ্গল প্রেমী সংঘের সম্পাদক চন্দ্রনাথ বসু। চন্দ্রনাথ বসু উত্তরীয়, চারা গাছ ও জ্যান্ত ইলিশ মাছ দিয়ে অনুষ্ঠানের অতিথিদের বরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নুরুল আবসার, ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী শচীন ঘোষাল, বিশিষ্ট খেলোয়াড় ও পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু সাঁতরা, কলেজ ছাত্রী পৌলভী মিশ্র, সায়ন বেরা, দেলোয়ার মল্লিক সহ ইস্টবেঙ্গল প্রেমী মানুষেরা। কলকাতায় মূলত তিনটি দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং। এই তিনটি দলই দেশ পরাধীন থাকা কালীন এবং স্বাধীনতার দেশে ফুটবল খেলায় বিশেষ সুনাম অর্জন করেছে। প্রসঙ্গত উল্লেখ্য ১৯২০ সালে পহেলা আগস্ট সুরেশচন্দ্র চৌধুরী তার নিজের জোড়া বাগানের নিমতলা ঘাট টিটের বাড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে শৈলস বসু, সারদা রঞ্জন রায় প্রমূখদের প্রচেষ্টায় ইস্টবেঙ্গল ক্লাব সর্বভারতীয় ক্ষেত্রে সুনাম অর্জন করে।