|
---|
লুতুব আলি, ২৪ জানুয়ারি : ঐতিহ্যপূর্ণ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে হাওড়ার বাগনানে অনুষ্ঠিত হল, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, স্বেচ্ছায় রক্তদান শিবির, কবিতা উৎসব ও গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানের পৌরহিত্য করেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। আয়োজনে ছিল পশ্চিমবঙ্গ বসু পরিষদ। বাগনান হাই স্কুলের এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, ভারতবর্ষের কিংবদন্তি অমর দেশনায়ক নেতাজীর কোনদিন মৃত্যু হয় না। এ দিনটি মর্যাদার সঙ্গে পালনের সাথে সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এসে রক্ত দিলেন সৈয়দ খায়রুল আলম। এই অনুষ্ঠানে কবিতা উৎসব ও গুণীজনদের সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী মৌ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যাঁদের সংবর্ধিত করা হয় তাঁরা হলেন : বরুণ চক্রবর্তী, ধ্রুবব্রত, বিপুল কুমার ঘোষ, অজয় ভট্টাচার্য, ইয়াসিন সেপাই, সাধন কুমার হালদার, অপূর্ব কুমার গাঙ্গুলী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠানের সভাপতি তো করেন মানুষ কুমার বসু, কার্যকরী সভাপতি সন্দীপ ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি আরণ্যক বসু, বাগনান ১ ও দুই পঞ্চাশ সমিতির সভাপতি পঞ্চানন দাস, মৌসুমী সেন, ড. সীমা রায়, মধুমিতা ধূত, মধুসূদন বাগ। সহযোগিতায় ছিলেন অমিত গুছাইত, কৃষ্ণেন্দু হাইত, লালমোহন গন্ডা, নবাব মল্লিক, তানিয়া সুলতানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সুচারু ভাবে সঞ্চালনা করেন ড. রঞ্জিত দাস।