বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট এর নারী ভাবনা

নিজস্ব সংবাদদাতা : বঙ্গীয় নারী ভাবনা -২০২৪ নিয়ে একটি মনন চর্চা অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট’। এই ট্রাস্ট পিছিয়ে পড়া মানুষের সাহিত্য প্রতিভা তুলে ধরার জন্য কাজ করে চলেছে। পিছিয়ে পড়াদের মধ্যে আরো পিছিয়ে আমাদের নারী সমাজ। কিন্তু মন ও মননে তারা কোন অংশেই পিছিয়ে নেই। তাদের উপর নির্ভর করেই চলে সংসার, চলে সমাজ এমনকি রাজ্য রাষ্ট্র। কবিতা পাঠ গান এবং আলোচনার মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছিল গত ১০ নভেম্বর, রবিবার, ‘শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন, চাকবেড়িয়া -মকরমপুর, সোনারপুর,দঃ ২৪ পরগনায়।

    প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে দশটায়। নারী ভাবনা নিয়ে কথা সূচনা করেন ট্রাস্টের রাজ্য সম্পাদক এম. রুহুল আমিন । রোজিনা বেগমের সুললিত কন্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই পর্বে সভাপতি তো করেন ডক্টর রমজান আলি। তিনি স্বাগত ভাষণে বর্তমানকালে নারী সমাজের অবস্থান, মনের দিক থেকে আমরা কেন গরিব এবং কিভাবে প্রাণ ও আনন্দের বিকাশ ঘটিয়ে আগামী পৃথিবীতে বেঁচে থাকা যায় সে সম্পর্কে সুচিন্তিত মতামত দেন। কবিতা পাঠে ছিলেন মাজরুল ইসলাম, আব্দুল গফফার ,আব্দুর রহমান,স্বামিমা আসমান, রাফিয়া সুলতানা , নুরজাহান বেগম, বাবুর আলী মন্ডল প্রমুখ কবি ব্যক্তিত্ব। বঙ্গীয় নারী ভাবনা -২০২৪ বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যাপক সা’আদুল ইসলাম এবং সোনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সা’আদুল স্যার উৎসব উদ্দীপনা দিয়ে এই ধরনের অনুষ্ঠানে আরো মহিলাদের উপস্থিতি কামনা করেন। সম্পাদকীয় পাঠ করেন এবং সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের সহ-সম্পাদক মুস্তারী বেগম। দ্বিতীয় পর্বের সঞ্চালনা নিয়ে হাজির হন অধ্যাপক ডক্টর জাহির আব্বাস। প্রাক্তন অধ্যাপক সা’আদুল ইসলামকে সভাপতিত্বে বরণ করে, এই পর্বে কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়। শেষ বয়সে নুরজাহান বেগম তাঁর স্বপ্ন পূরণের কাব্য হিসেবে ‘কুসুম কলিকা’ প্রকাশ করেন। কবিতা পার্টির পাশাপাশি সামসুজ্জামান সাহেবের কন্ঠের গান দর্শক শ্রোতাকে উজ্জীবিত করে। প্রকাশিত হয় মাটি থেকে মঞ্জিল রাফিয়া সুলতানার উপন্যাস। উপন্যাসটির অন্তর্নিহিত বিষয় সম্পর্কে দুই চার কথা বলেন রমজান আলি এবং এম রুহুল আমিন। গ্রন্থ প্রকাশে উপস্থিত ছিলেন ডাঃ শামসুল হক , সফিউন্নিসা, একালের বহুল চর্চিত ঔপন্যাসিক ইসমাইল দরবেশ।

    মধ্যাহ্নকালীন বিরতির পর সাবিনা সৈয়দ-এর সঞ্চালনায়, এই পর্বে সভাপতিত্ব করেন রাষ্ট্রের মাননীয় সভাপতি মুন্সী আবুল কাশেম। রোজিনা বেগমের গানের পর কবিতা পাঠে ছিলেন মহম্মদ মফিজুল ইসলাম ,ফারুক আহমেদ , নাজমা সুলতানা ,ফরিদ আহমেদ, শহীদুল্লাহ, হাস্নে আরা বেগম প্রমুখ। ঝাড়খন্ড থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নিসার আমিন। বঙ্গীয় নারী প্রতিভা সম্মাননা-২০২৪ প্রদান করা হয় সামাজিদা খাতুন এবং সংগীতশিল্পী রোজিনা বেগমকে। গ্রন্থ প্রকাশ হয় শেখ রফিকুল ইসলাম -এর জীবন অভিজ্ঞতালব্ধ গ্রন্থ ‘ঘুর্ণাবর্ত’ এবং আব্দুর রহমান সাহেবের ‘শূন্য অন্ধকার’। অনুষ্ঠান শেষে সভাপতি মুন্সী আবুল কাশেম নারীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানের সন্তোষ প্রকাশ করেন এবং একথাও ঘোষণা করেন এই শিশু একাডেমির মঞ্চটি বঙ্গীয় অনুসন্ধান ট্রাস্টের অনুষ্ঠানের জন্য সর্বদাই খোলা থাকবে।