|
---|
এমডি সালমান হেলাল : নদীয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত বগুলাতে “বায়ো-হোমিও চিকিৎসা কেন্দ্র” আয়োজিত চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সেমিনারে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথ এর প্রেসিডেন্ট ডাঃ প্রকাশ মল্লিক, বগুলা গ্রামীণ হাসপাতালের সুপার তথা হাঁসখালি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ বীরেন মজুমদার, বগুলা গ্রামীণ হাসপাতালের প্যাথলজিস্ট মনোতোষ বৈরাগী, প্রাক্তন প্রধান শিক্ষক সমাজসেবী মাননীয় সুধাংশু কুমার বিশ্বাস ও নেহেরু কুমার টিকাদার মহাশয়দ্বয়, বগুলা হরি গুরুচাঁদ বায়োকেমিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিসক ডাঃ অসিত কুমার রায়, ডাঃ নরেশ চন্দ্র সরকার, ডাঃ কুশল বিশ্বাস, ডাঃ রবীন বিশ্বাস সহ শতাধিক চিকিৎসক। সেমিনারে সঞ্চালকের ভূমিকা পালনে ডাক্তার স্বপন বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।