|
---|
নিজস্ব সংবাদদাতা : ২৯এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটি কাজিপাড়া থেকে বৈদ্যবাটি চৌমাথা তে এক শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো বৈদ্যবাটি কাজিপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির উদ্যোগে কালো ব্যাজ পড়ে।।ভূ স্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলার তিব্র নিন্দা জানানো হয় ও রাজ্যে বিভিন্ন রকম ভাবে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। বক্তারা বলেন জঙ্গিদের যে কোন ভাবে খুঁজে বের করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শান্ত পশ্চিমবাংলাকে ধর্মীয় ভেদাভেদ করতে চাইছে সেটা কখনোই হবে না।ভারত বর্ষ এক গনতান্ত্রিক দেশ এখানে সব ধর্মের মানুষ সম্মিলিত ভাবে বসবাস করে।এক শ্রেণীর মিডিয়াও গোয়েবোলসিও কায়দায় খবর পরিবেশন করে সাধারণ মানুষ কে উত্যক্ত করছে।কবি নজরুল ইসলাম এর কবিতা কে ব্যঙ্গ করতে কুন্ঠাবোধ করছেনা। বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না। সেখ গোলাম জুনজুন, মানোয়ার হোসেন ,সেখ ইব্রাহিম, মহাম্মদ মাহমুদ আরো অনেকে।