|
---|
নূর আহমেদ,মেমারি, ২৩মার্চ ওভারলোড বালির লরি যাতায়াত বন্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু বাস্তবে পূর্ব বর্ধমানে চলছে ঠিক তার উল্টোটাই। এখন সন্ধ্যা নামলেই জেলার প্রায় প্রতিটি সড়ক পথে শুরু হয়ে যাচ্ছে ওভারলোড বালির লরির অবাধ যাতায়াত । এমনকি চালান না থাকা অবৈধ ওভারলোড বালি বোঝাই লরির চালকরাও বুক ফুলিয়ে সড়ক পথ ধরে যাতায়াত করছে।বালি ওভারলোড করে নিয়ে যাওয়ার অভিযোগে দেবীপুর মোড় থেকে গ্রেফতার তিন ট্রাক চালক। ধৃত তিনজন ট্রাক চালকদের বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম দক্ষিন ২৪ পরগনার আব্দুল কালাম, হুগলির লালবাবু রায়, নদীয়ার মনোজ যাদব। আদালত আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।