|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর মালদা সফরের দিনই দল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য বজরং আগরওয়াল। দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা পরিদর্শনের দিনই তিনি নিজের দল ও পদত্যাগের কথা জানিয়েছিলেন। এবং এর সাথে তিনি এও বলেছিলেন যে বিজেপিতে যদি যথাযথ সম্মান পান তাহলে বিজেপিতে যোগ দেবেন। শেষ পর্যন্ত বজরং আগরওয়াল বিজেপিতে পা রাখলেন।
দলবদলের হিড়িক পড়ে গেছে রাজ্যে। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীদের দল ছাড়ার ঘটনা অব্যাহত। কিছুদিন পূর্বে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য বজরং আগরওয়াল জানিয়েছিলেন তৃণমূল দুর্ণীতিতে ভরে গেছে। এখানে সমস্ত কর্মীদের যথাযথ সম্মান দেওয়া হয় না। মনমর্জি করে ক্ষমতাসীন নেতৃত্ব। দলের প্রতি নিজের বিতৃষ্ণা উগরে দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবং একই সঙ্গে জানান যে বিজেপি যদি তাকে যোগ্য মর্যাদা দেয় তো তিনি অবশ্যই বিজেপিতে যোগদান করবেন। এবং নিজেকে শুভেন্দু অনুগামী বলেও দাবি করেন তিনি। এইদিন তৃণমূলকে কটাক্ষ করে একাধিক ইস্যুতে বিঁধতে থাকে বিজেপি জেলা নেতৃত্ব। এইদিন সাংসদ খগেন মুর্মুর উপস্থিততে তিনি বিজেপি পরিবারে যোগদান করেন। সাংসদ খগেন মুর্মু তার হাতে দলীয় পতাকা তুলে দেন। এইদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিজেপির মন্ডল সভাপতি রূপেশ আগারওয়াল সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
সাংসদ খগেন মুর্মু বলেন মাননীয় বজরং আগরওয়াল এবং শাওরমল আগারওয়াল এই দুজন তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের বিজেপি পরিবারে যোগদান করলেন। এই দশ বছর ধরে তৃণমূল কংগ্রেস সমস্ত রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিটি প্রকল্প থেকে বঞ্চিত করেছেন মানুষকে। শুধু মারদাঙ্গা আর সন্ত্রাস সৃষ্টি করেছে তৃণমূল। আমাদের দল নির্বাচনকে কেন্দ্র করে কোনো কাজ করিনা। আমরা জনসাধারণের জন্য কাজ করি। বিজেপি নেতা বজরং আগরওয়াল বলেন, বিভিন্ন রকম চুরি চামারি দেখে আমি আর ঐ দলে থাকতে পারলাম না। সেই জন্য দলত্যাগ করে বিজেপিতে যোগ দান করলাম।