|
---|
নূর আহমেদ : মেমারি ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রবিদ্যূৎ সহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সেই সময় ঐ দম্পতি গাছের তলায় আশ্রয় নেন। সেই সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর। শুক্রবার বিকেলে মেমারি থানার নবস্থ-১ গ্রাম পঞ্চায়েতের পালশা গ্রামে ঘটনা। মৃত ঐ দম্পতির নাম 32 বছর বয়সী আরতি টুডু ও 39 বছর বয়সী বাপি টুডু। তাদের বাড়ি নবস্থা-১ গ্রাম পঞ্চায়েতের পলশা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারী থানার সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ। এর পর পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
নূর আহামেদ মেমারি