বকুল ফুল পত্রিকার কবিতা উৎসব

আলিফ ইসলাম মেমারি : ১৪ আগষ্ট, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের মহিলা পরিচালিত মহিলা কবি-সাহিত্যিকদের একমাত্র পত্রিকা বকুল ফুল এর উদ্যোগে কবিতা উৎসব এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠিত হল জেলা গ্ৰন্থাগারের কমিউনিটি হলে। বৃষ্টিস্নাত পরিবেশ হলেও রাজধানী কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বেশ কিছু সাহিত্য প্রেমী মানুষ উপস্থিত ছিলেন। পত্রিকা সম্পাদিকা মিনতি গোস্বামীর বিশেষ কৃতিত্ব পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে গাংচিল পত্রিকার সম্পাদক খান আক্তার হোসেন সাহেবের উজ্জ্বল উপস্থিতি এবং তাঁর অনুপ্রাণিত বক্তব্য। এছাড়া মঞ্চাসীন ব্যাক্তিগণ হলেন কবি অরূপ পান্তি, সাংবাদিক বরুণ চক্রবর্তী,প্রকাশক নিগমানন্দ মন্ডল , ত্রিপুরা থেকে আগত কামনা দেব, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম জয়দীপ চট্টোপাধ্যায়,প্রমথ নাথ শীল এবং বর্ধমানের প্রিয়জন অনেক কবি -সাহিত্যিকের কাছের মানুষ আপনজন বিশিষ্ট সাহিত্যিক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়।দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য একটু বিলম্বে শুরু হলেও প্রায় শতাধিক সাহিত্য প্রেমী ব্যাক্তিত্ব কবিতা পাঠ, আবৃত্তি,সঙ্গীত,আলোচনা এবং বক্তব্যের মধ্য দিয়ে বকুল ফুল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উপহার দিতে সমর্থ্য হয়।এই সুচারু সাহিত্য সভায় কুশল দে,আবু মনিরুদ্দিন চৌধুরী, রমজান আলি, শ্যামাপ্রসাদ চৌধুরী, বিকাশ বিশ্বাস, সুষমা মিত্র,আব্দুস সালাম, ধনঞ্জয় বন্দোপাধ্যায়, নিমাই দেবনাথ, অশোক বর্মণ, সুফি রফিক উল ইসলাম, মোমিনুল ইসলাম, রমাকান্ত পাঁজা,তাপস ভূষণ সেনগুপ্ত,সব্যসাচী নাথ, সর্বজিৎ যশ, নমিতা রাউত, রমলা মুখার্জী, আসিয়া খাতুন, কুমুদ বন্ধু নাথ, রীতা সাউ, রীতা ঘোষ,তন্দ্রা বসু,রানু মজুমদার,চন্দ্রা বসাক, মিঠু মৌলিক ব্যানার্জী, শ্রাবণী গোস্বামী, জাহির আব্বাস,পার্বতী মিত্র, মুক্তা রায়, রীতা বসু ধর,রীণা কুন্ডু,তারা সরকার, নারায়ণ চন্দ্র পাল, স্বরূপ মুখার্জী,আব্দুস সাত্তার, সুব্রত মিত্র, অদিতি মুখার্জী, দেবশ্রী পাল চ্যাটার্জী, সৌম্য পাল,তপন জ্যোতি চৌধুরী,মধুছন্দা দাশগুপ্ত প্রমুখ প্রায় শতাধিক ব্যাক্তিত্বের কবিতা, আবৃত্তি, সঙ্গীত বক্তব্য পরিবেশনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর একটি বৃষ্টিস্নাত দিবস যাপিত হয়।