বালি ভর্তি ট্রাকটারের ধাক্কায় ভাঙলো বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুজন পড়ুয়া আহত, স্থানীয়দের অবরোধ ও বিক্ষোভ মেমারিতে

নূর আহমেদ, মেমারী : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক ধাক্কা বালি ভর্তি ট্রাকটারের। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ ঘটনা টি ঘটে, মেমারী-তারকেশ্বর ১৩ নম্বর রাজ্য সড়কের উপর মেমারী চকদিঘীমোড় সংলগ্ন ডি ভি সি পাড়া এলাকায়। ঘটনায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে এলাকায় ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। আহত হয় ২ স্কুল পড়ুয়া। তাদের উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    দূর্ঘটনার পর রাস্তার উপর বিপদজ্জনক ভাবে ঝুলতে থাকে বৈদ্যুতিক খুঁটি ও তার। সাময়িক ব্যাহত হয় যান চলাচল ‌। স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ১ ঘন্টা অবরোধ পর্যন্ত করা হয়। অভিযোগ করা হয়, ঐ এলাকা মেমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকা। একমাত্র বিরোধী ওয়ার্ড। আর তাই মেমারী পৌরসভা কোন রকম উন্নয়ন মূলক কাজ করে না। প্রধান রাস্তা থেকে ওয়ার্ডের রাস্তায় যেতে ও সমস্যায় পড়তে হয় বাসিন্দা দের। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য স্প্রীড ব্রেকার দেওয়ার কথা বলা হলেও তার ব্যাবস্থা করা হয়নি বলে অভিযোগ। যদিও মেমারী পুলিশের তরফে দুটি পুলিশ ব্যারিকেড দেওয়া রয়েছে সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারী থানার পুলিশ ও মেমারী বিদ্যুৎ পরিষেবা কেন্দ্রের কর্মিরা। পুলিশ কে ধরে একপ্রস্থ বিক্ষোভ ও দেখান স্থানীয় রা। এর পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মেমারী বিদ্যুৎ পরিষেবা কেন্দ্রের কর্মিরা দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিপদজ্জনক ভাবে ঝুলতে থাকে বৈদ্যুতিক খুঁটি ও তার খুলে পুনঃরায় নতুন তার ও বৈদ্যুতিক খুঁটি বসিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করেন। যদি মেমারী পৌরসভার বিরুদ্ধে তোলা অভিযোগের পৌরসভার তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।