আদি বালিচক উৎসব মেলার প্রস্তুতি চলছে।

বাবু হক, নতুন গতি : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা ব্লক ও বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিচক স্টেশনের নিকট বালিচক স্কুল ময়দানে আদি বালিচক উৎসব মেলা কমিটির আয়োজনে গত ২০০৩ সাল থেকে শুরু হওয়া উৎসব মেলা হয়ে আসছে এবছর ১৫_২২ ডিসেম্বর উৎসব মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্মবীর ডেবরা পঞ্চায়েত সমিতির বণ ও ভূমি কর্মাধ্যক্ষ তথা আদি বালিচক উৎসব মেলা কমিটির কর্ণধার প্রদীপ বাপী কর । আদি বালিচক এর কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করতে নবীন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উৎসব মেলা অনুষ্ঠিত হবে। কয়েক জন উদ্যোগ নিয়েছিল সেই ২০০৩ সালে তাদের মধ্যে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হলেন আজকে ডেবরা পঞ্চায়েত সমিতির বণ ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বাপী কর সাংস্কৃতিক আঁধারে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন তিনি সকলের সহযোগিতায় আশির্বাদ অভিনন্দন শুভকামনা মাথায় নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কমিটির সদস্য সৈনিক দের নিয়ে পার্শ্ববর্তী এলাকা বাসীদের উৎসাহিত করতে। এই উৎসব মেলার প্রতি সন্ধ্যায় থাকছে মনোরঞ্জন কর সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানে অংশগ্রহণ করবেন নবীন ও প্রবীণ  প্রতিভা বিকাশে ও বিশেষ প্রতিভাধর শিল্পী ও কলাকুশলী যারা সুদুর মুম্বাই ও এই রাজ্যের কলকাতা থেকে আসবেন। উৎসব মেলাকে ঘিরে  এলাকায় উন্মাদনা এখন তুঙ্গে , প্রস্তুতি চলছে পুরোদমে। প্রায় ছাত্র ও ছাত্রী শিক্ষার্থীদের পরীক্ষার পরে হচ্ছে উৎসব মেলা। আয়োজকদের আমন্ত্রণে  সমাজের বিভিন্ন স্তরের বর্তমান ও প্রাক্তন বহুমুখী প্রতিভার বিকাশ অব‍্যহতো রাখতে সহায়তা প্রদান করে স্মরণীয় করে রাখতে নবীন ও প্রবীণের স্নেহের ছায়ায় সংবর্ধনা প্রদান করা হবে। ছাত্র ও ছাত্রী, এলাকার বিভিন্ন ধরনের বিশিষ্ট  গুনিজনদের । দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ও ছাত্রী শিক্ষার্থীদের শিক্ষার আঙ্গীনায় বেশি বেশি করে এগিয়ে দিতে এই প্রয়াস চালিয়ে যাচ্ছে আদি বালিচক উৎসব মেলা কমিটি। এলাকার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য তুলে ধরতে শিক্ষা, সচেতনতা, চিকিৎসা, সংহতি সম্প্রতি ,ঐক‍্য ,প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে এই প্রয়াস চালিয়ে যাচ্ছে সকলের সহযোগিতায়, আশির্বাদ  নিয়ে আদি বালিচক উৎসব মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে যে নানান রকমের প্রদর্শনী,আইনী সহায়তা কেন্দ্র, সকলের  মোনরঞ্জন কর হস্তশিল্পের প্রদর্শনী,দেশ বিদেশের বিভিন্ন ধরনের বস্ত্র ও শীতবস্ত্রর সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসবে বিক্রেতারা হরেক রকমের মজাদার ও মুখরোচক  খাবার, খেলনা, সাজসজ্জা, হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে উপস্থিত থাকবেন মেলা প্রাঙ্গণে, ইলেকট্রনিক দোলনা, নাগর দোলনা, আরো কতকিছু সকলের জন্য উন্মুক্ত পরিবেশে মনোরঞ্জন করতে নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের সকল সদস্যদের ৫_৮০ বছর বয়সের সকলেই জানেন আদি বালিচক উৎসব মেলা ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয়েচলেছে । উৎসব মেলার দিন গুলোতে দর্শনার্থীদের ভিড় সামলাতে সমস্ত রকম ব‍্যাবস্হা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। উৎসব মেলার প্রতিদিনই নতুন নতুন বিশিষ্ট অতিথি বর্গ উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ,সমাজকর্মী, আইনজীবী, জনপ্রতিনিধি ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আলোচনায়, উৎসাহিত করতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।