|
---|
আসিফ আলম, নতুন গতি, বহরমপুর
আবারও ঝাড়খন্ডে নিষিদ্ধ করা হলো “পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে” । এই নিয়ে দ্বিতীয়বার।
ইতিমধ্যেই বিভিন্ন মহলে এর নিন্দা ও প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে।
এবার প্রতিবাদ করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালী রহমানী সাহেব।
প্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদ ও বিহার, ঝাড়খণ্ড ও ওড়িষ্যার ইমারত-ই- শরীয়াত এর প্ৰধান মাওলানা ওয়ালী রহমানী হমনী তার একটি বিবৃতিতে ঝাড়খণ্ড রাজ্যে পপুলার ফ্রন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্তে অসন্তুষ প্রকাশ করেন।
তিনি বলেন যে, “কিছু মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি যে, আবারও ঝাড়খণ্ডে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একটি সরকারি নোটিশের মাধ্যমে।
ইতিপূর্বেও ঝাড়খণ্ড সরকার তাড়াতাড়ি এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মিথ্যা, ভিত্তিহীন ও বানানো অভিযোগের উপর ভিত্তি করে। ওই বেআইনী নিষেধাজ্ঞাকে ঝাড়খণ্ড হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। এখন আবারও বহুমুখী নির্যাতনের শিকার মানুষের কন্ঠরোধ করার জন্য ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে সংগঠনের উপর পুণরায় নিষেধাজ্ঞা জারি করে। রাষ্ট্র সন্ত্রাসের শিকার মানুষের প্রতি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সাহায্যের হাত বাড়িয়ে আসছে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল এই সাহায্যকে বন্ধ করে দেওয়া”।
মাওলানা ওয়ালী রহমানী রাজ্য সরকারের এই কাজকে খুবই নিন্দনীয়, অসাংবিধানিক, জনবিরোধী ও ন্যায়বিরোধী বলে উল্লেখ করেন। তিনি বিবৃতিতে আরও বলেন যে, “আমি দুঃখিত যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে সঙ্ঘ পরিবারের ইচ্ছানুসারে ভারত বর্ষের বিভিন্ন প্রান্তে ইচ্ছাকৃতভাবে এমন অবস্থা সৃষ্টি করা হচ্ছে”। মাওলানা আরও বলেন “পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মত সংগঠনগুলি বেআইনী পদক্ষেপ ও শক্তির অপব্যবহারের সম্মুখীন হচ্ছে। এগুলি সবই হল সাম্প্রদায়িক শক্তি সঙ্ঘের এজেন্ডা, যার উদ্দেশ্য হল বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভাজিত করা।
তথ্যসূত্র : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ফেসবুক পেজ থেকে।