বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসার হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

লুতুব আলি, বর্ধমান, ১৩ মে : বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসার হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের প্রতি বিমাতৃসুলভ আচারণ করার ফলে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করলেন। একইসঙ্গে তিনি দিল্লিতে ধর্নায় বসার ও হুমকি দিলেন। ১২ মে কেতুগ্রামের দিতে রোড শো এর পর এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে দমন করতে না পারায় ১০০ দিনের কাজের পাওনা টাকা আটকে দিয়েছে। পাওনা টাকা কেন্দ্রীয় সরকার অবিলম্বে না দিলে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষদের সঙ্গবদ্ধ করে তিনি দিল্লিতে ধর্নায় বসবেন। শিয়রে পঞ্চায়েত ভোট। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লক স্তর, বিধানসভা এমনকি রাজ্যস্তরের নেতাকর্মী মন্ত্রীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল স্তরের মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ ব্যাপারে যদি কোন অভিযোগ আসে অভিযুক্ত যে স্তরেরই নেতা হোন না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হবে তা ঠিক করবে গ্রামের মানুষেরাই। কোন নেতা মন্ত্রীর এক্ষেত্রে হস্তক্ষেপ বরদাস্ত করা যাবে না। এদিনের জনসভায় পূর্ব বর্ধমানের মানুষদের আশ্বাস দেন প্রতি দুমাস অন্তর তিনি আসবেন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন। কেতু গ্রামের পাচুনদির রোড শো এর আগে তিনি ফুটি সাঁকো য় রোড শো করেন। এদিনের অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার প্রায় সমস্ত বিধায়কেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি শম্পা ধারা, সরকারি সভাধিপতি দেব টুডু, দুই সাংসদ সুনীল মন্ডল , অসিত মাল, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার প্রমূখ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষা ছেলের নেতা শেখ ইসরাইল অভিষেকের আগমন সম্পর্কে বলেন, যুব সমাজের আইকন যে উপদেশ দিয়ে গেলেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ১৩ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন মন্তেশ্বর, কালনা, মেমারি, কেন্যা হয়ে জামালপুর।