বন্ধের কোনরূপ প্রভাব পড়েনি ডানকুনি ছাড়াও নবাবপুরের বিভিন্ন এলাকায়।

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : ২৭নভেম্বর নবান্ন অভিযান কেন্দ্র করে তুলকালাম ঘটে যায় প্রশাসনের সাথে নবান্ন অভিযান কারীদের। প্রসঙ্গত ২৮ শে আগস্ট বিজেপি ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই বন্ধের কোনরূপ প্রভাব পড়েনি ডানকুনি এছাড়াও নবাবপুর ভগবতীপুর মশাট আইয়া শিয়াখালা অন্যত্র। সকাল বেলা কিছুক্ষণের জন্য মশাটে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিজেপির সমর্থকরা। চন্ডীতলা থানার পুলিশ সমর্থনকারীদের সরিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে যায়। বাজার হাট স্বাভাবিক অটো টোটো এবং ভগবতীপুর টু পার ডানকুনি, ম্যাজিক গাড়ি যাতায়াত করে। এছাড়া নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ছাড়াও মাঝের আট মাদ্রাসা এবং বিদ্যালয় গুলি রীতিমতো খোলা ছিল ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যা প্রতিদিনের ন্যায় ঠিক ছিল। চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা কর্মদক্ষ শেখ মোসরাফ আলী এছাড়া নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক জানালেন এই বন্ধের কোনরূপ প্রভাব পড়েনি চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির এলাকা জুড়ে। কামারকুন্ডু বলরামবাটী গ্রাম পঞ্চায়েত এলাকায় জুড়ে বন্ধের কোন প্রভাব পড়েনি জানালেন বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শাকিল আহমেদ এছাড়া সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ মোহাম্মদ আলিম।