বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা 11% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.88 লক্ষ কোটি টাকা

পারিজাত মোল্লা : কলকাতা, 30 এপ্রিল, 2025: বন্ধন ব্যাঙ্ক আজ 2024-25 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করল। ব্যাঙ্কের মোট ব্যবসা 11% বেড়ে দাঁড়িয়েছে 2.88 লক্ষ কোটি টাকায়। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ প্রায় 69%। গত ত্রৈমাসিকে ব্যাঙ্কের বিস্তীর্ণ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশের ফলে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। 2024-25 আর্থিক বছরে ব্যাঙ্কের নিট লাভ দাঁড়িয়েছে 2,745 কোটি টাকা।

    ভারতবর্ষে 6,300টির বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 35টি-তে 3.15 কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বর্তমানে ব্যাঙ্কে কর্মরত রয়েছেন 75000 এর বেশি কর্মচারী। 2024-25 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় 12% বৃদ্ধি পেয়ে বর্তমানে 1.51 লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। একই সময়ে মোট অ্যাডভান্স হল 1.37 লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত দাঁড়িয়েছে 31.4%। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন 18.7%, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।