|
---|
নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : মাস ছয়েক আগেই বিয়ে, বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক মুকবধির যুবক। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ -১ পঞ্চায়েতের কাস্টম ঘাট এলাকায়। তলিয়ে যাওয়া ওই যুবকের নাম সামিউল রহমান (২১)। তার বাড়ি সুতি থানার অরঙ্গাবাদ মোমিন পাড়া এলাকায়। তলিয়ে যাওয়া যুবকটি মুক বধির ছিল বলেই জানিয়েছে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। মাস ছয়েক আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের। এরই মাঝে তার তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।