|
---|
আলিফ ইসলাম,মেমারি : ১৬ আগষ্ট,পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ট্রাঙ্করোডে অবস্থিত চিত্তব্রত মজুমদার ভবনে বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হয় বিকাল তিনটা থেকে।ভারত-বাংলাদেশ মৈত্রীর নিদর্শন স্বরূপ বাংলাদেশের গাঙচিল পত্রিকার দুর্গাপুরের শাখা সংগঠন আয়োজিত এই মহতী সাহিত্য সভায় প্রায় পঁচাত্তর জন কবি-সাহিত্যিক তথা সাহিত্য প্রেমী ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খুলনার গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক খান আখতার হোসেন এবং বাংলাদেশের কবি আব্দুর রশীদ চৌধুরীর উপস্থিতিতে গাঙচিল পত্রিকার ভারতের সভাপতি রাজীব ঘাঁটি, গাঙচিল পত্রিকার পশ্চিম বর্ধমান সভাপতি স্মিতা ঘোষ, গাঙচিল পত্রিকার পশ্চিম বর্ধমান সম্পাদক পাপিয়া চ্যাটার্জীর উদ্যোগে আয়োজিত হয় এই মহতী সাহিত্য সভা। কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা, বক্তব্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মনোজ্ঞ আলোচনা ও বাংলাদেশের ৭১এর মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত তথা তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারতীয় সেনাবাহিনীর অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখিত হয় বারংবার। এই সাহিত্য সভায় উপরিউক্ত গুণীজন ছাড়াও উপস্থিত ছিলেন দিশারি মুখোপাধ্যায়, কাজী নিজামুদ্দিন,মণিলাল মুখোপাধ্যায়,তাপস চট্টরাজ,সজল বাগ, দিলীপ মজুমদার, প্রদীপ কবিরাজ, বাপ্পাদিত্য পান্ডে, সুফি রফিক উল ইসলাম প্রমুখ।